Research paper….
Tag Archives: Self Experience
শৈশব থেকে আজকের ছবিগুলো,দেখে নিই ছবিঘরে।
ছবি মানেই ছবি নয় ছবি হলো স্মৃতি! আজকের ছবি আগামীকালের স্মৃতি!
২০০৬-২০২৩ পর্যন্ত আমার ছবি ও স্মৃতির গ্যলারি!










তবুও মানুষের সাহায্যে এগিয়ে আসুন!

আসলেই পৃথীবি একটা নাট্যমঞ্চ!
জীবনের প্রতি পরতে পরতে লুকিয়ে থাকে আশ্চর্য সব মোড়!
মাত্র ৫ মিনিটের সামান্য একটা কাজ প্রভাব ফেলবে আপনার সমগ্র জীবন জুড়ে! আপনি এটা ভাবতে পারেন কত বিস্ময়কর না ব্যাপারটা?
জীবনে চলার পথে আপনার পরিচয় হবে বহু মানুষের সাথে, কেউ রক্তের সম্পর্কের আত্মীয় কেউ বা রক্তের সম্পর্কবিহীন আত্মীয় আবার কেউ আধ্যাত্মিক বা মানসিক শান্তি’তে ভূমিকা রাখে!
যে যেমন’ই হোক আপনি বিশ্বাস করেন এই সব পরিচয় শুধুমাত্র ব্যাক্তির উন্নয়ন /উপকারের স্বার্থে!আপনার সাথে আমার এই যে পরিচয় এটার ভেতরেও দেখবেন লুকিয়ে আছে কোনো রহস্য! তাই বলে তো আপনি অকৃতজ্ঞ হতে পারেননা!
আপনার জীবনে সবচেয়ে বড় ক্ষতি করবে আপনার নিকটের মানুষেরা যা আপনি চিন্তা ও করতে পারবেননা!আপনি যা ভাবেননি তারা তাও করবে, আর আপনি হারিয়ে যাবেন জীবনের অতল গহ্বরে,বিলীন হয়ে যাবে আপনার জীবনের সব মূল্যবান মুহুত্বগুলোও!
আমি নিজেও এটা দেখেছি আমার জীবনের অভিজ্ঞতায়,এখনো অনেক সম্পদশালী না হওয়ায় অর্থ দিয়ে কাউকে সাহায্য করিনি তবে সময়,শ্রম ও নিষ্ঠার সাথে মানুষকে আমার এই ক্ষুদ্রজীবনে অনেক সাহায্য করেছি!বিশ্বাস করেন অনেক! তবে আমি এই মানুষগুলোর ভিতরে ২০% এর অধিক মানুষকে দেখেছি যারা চরম লেভেলের অকৃতজ্ঞ! তাদের যত তাড়াতাড়ি উপকার করেছি ঠিক তার দিগুন গতিতে তারা আমার জীবনে দীর্ঘস্থায়ী ক্ষতি করেছে!
একটা গল্প বলি,একবার একজন মানুষকে উপকার করলাম তারপর সে আমাকে এতবড় একটা ক্ষতি করলো যার প্রভাব হয়তো এ জীবনে কাটবেনা!তারপর উক্তলোকটি নিরুপায় হয়ে আবার আমার সাহায্য চাইলো তাকে আমি পুনরায় আবার উপকার করলাম! কেনো জানেন?
শুধুমাত্র তাকে এটা বোঝানোর জন্য যে ক্ষুদ্রজীবনে তুমি যতটা স্বার্থপর আমি ঠিক ততটাই উপকারী,তুমি আর আমি সত্যিই এক নয়!
একজন আলো আর অন্যজন অন্ধকার! সুতরাং তোমার বিচার উত্তম বিচারক মহান আল্লাহ করবেন আর আমার প্রতিদান দিবেন পরম দয়ালু মহান আল্লাহ। ❤️
আমার এই উপকারী মনোভব নিয়মিত চলতে থাকবেই আর তাদের এই কুৎসিত প্রতিদানও পাল্টা আসতে থাকবে, থাকুক না এতে আমি বিচলিত নয় তবে আল্ট্রা লেভেলের বিধ্বস্ত!
একটা কথা জেনে রাখো অন্ধকার দেখতে দেয়না মানুষ সেখানে পতিত হয়,দিক হারিয়ে যায়!
আর আলো পথ দেখায়,অন্যকে এগিয়ে নেয়।
আমি সারাজীবন তাদের প্রিয় মানুষদের সাথে তাদের একত্রিত করেছি আর তারা আমার হাত টেনে আমার প্রিয় মানুষদের থেকে বন্ধন ছাড়িয়ে দিয়েছে!
অতঃপর এভাবেই জীবন চলে তারা স্বার্থপরতায় খুশি আর আমি পরোপকারিতায় আলহামদুলিল্লাহ ❤️🥀
-আবুল হোসেন